স্রোত

নীলাভ চোখের ডালে রক্তাক্ত হৃদয় খুলে রাখা,
দেখেছ প্রেয়সী তুমি ঝুলে থাকা হৃদয় জালিকা?

বোধি গাছে নিত্য ওম ধ্বনি,
তপস্যায় ডাক নাম শুনি৷
উই ধরে ক্ষয়ে আসে প্রেমিকের অধর প্রতিমা৷

সংসার অধ্যায় শেষে দিনান্তে ঝাপটা জল কণা,
দিনের হিসেব করে প্রেম যাকে ডিঙাতে পারেনা৷

সোহাগ অনেক বাকি তাই,
বিকেলে উড়িয়ে দিও ছাই,
গোধূলি আলোর সাথে প্রাণ ত্যাগে শরিক হয়োনা৷

রক্তচক্ষু, অনুরাগী বুক, চোখে মণি,
ফিরিয়ে দিয়েছি তাকে, ডেকেছেন বিধাতা যখনি৷

আরও কিছু স্রোত পথে বাকি,
ফেলে আসা রাতের জোনাকি...
নিবিড় আকাশে রাতে তারা আঁকা নক্ষত্রাণি৷

শেষ তেলে আলো জ্বেলে বেঁচে দেখ ধূলোর বালিকা৷
                    ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য