Posts

Showing posts from December, 2017

উৎসর্গ

Image
শব্দ তখন বিশ্বাসে পায় অর্থ,  অবোধ জ্ঞানের দিক হারা জিজ্ঞাসা৷ ভরসা কেবল বাঁচতে শেখার শর্ত, এক ঠিকানায় পূর্ণ যখন আশা৷ আকাশ ঢেকে ছুট্টে এল মেঘ, সেই তো সবে উঠছি সিঁড়ি, বারো... হৃ...

বদ্যি

Image
হাতের রেখায় চাঁদ ওঠেনা৷ রুক্ষ ভূমি৷ কাজও৷ ইচ্ছে হারা ব্যাধির কাছে ব্যর্থ কবিরাজও৷ পাতার বুকে জল জমে না, রং লাগে না ঠোঁটে, হৃদয়টাকে আগলে রাখি শীতের উলিকটে৷ চিবুক ছোঁয়া আব...

বিধান

Image
ঝরলে লালা, গুদামঘরের কাটা ঘায়ে তেল লাগাও, মুক্ত কর অন্ধকারে, অঙ্গ, যদি বাঁচতে চাও৷ মিছরি মুখে আদর জমে, মিথ্যা প্রেমেও বন্ধ চোখ, কুমীর ঘেরা দিঘির মাঝে আবার একটা সন্ধে হোক৷ পা...

উত্থান

Image
উপহারের মোড়ক ঢেকে মৃত্যু আসে দ্বারে, প্রেমের কেমো ব্যর্থ যখন গোলাপের ক্যানসারে৷ পিষ্ট হওয়া সময় চাকায় দশক যেন যুগ, দু-হাত বাড়ায় কান্না তখন, মৃত্যুও উৎসুক৷ দ্বিধার গিরিপথ পেরিয়ে হৃদয় বলে ভাই... শেষ সীমানার পরেও কী আর একটু বাঁচা যায়? রামধনু ঠিক ভরসা যোগায় বৃষ্টি নামার পরেও, এলিজাবেথ নজির গড়েন ব্যর্থ অভিসারেও৷ হৃদয় ভোলাই ব্যস্ততাতে, কন্ঠ সাজাই গানে, পাতায় পাতায় সূর্য উঠুক জীবনের সন্ধানে৷ মারণ হিমালয় পেরিয়ে বিষাদ ভাসুক স্রোতে, নতুন প্রেমের রাগ বাজিয়ে ধূসর পিয়ানোতে৷                          ✍ প্রভাত..💛

অন্তকাল

Image
আষ্টেপৃষ্ঠে জাপটে ধরা অন্ধকার, আকাঙ্খাদের শেষ বিন্দুর রক্ত চায়৷ একাকিত্বের শিরায় ছোটা ব্যর্থতার গল্পগুলো তোমায় ছুঁতে হাত বাড়ায়৷ পাঁকের ভেতর ঢুকতে ঢুকতে বন্ধ শ্বাস, ...

ধর্ষন ধার্মিক

Image
নগ্ন পূজার দগ্ধ শরীর শান্তির বিছানায়, জমবে ভালই এভাবেই যদি ধর্ষন করা যায়৷ একাধিক বার শিশ্নের ঘায়ে রক্তে ভেসেছে পূজা,  বেঁচে থাক তবু ন্যায়ের দেশে বিধর্মীদের ধ্বজা৷ মৃত্যু যখন নিশ্চিত ওই পেট্রোল ঢালা গা'য়, তৃণের মূলেও মুখ লুকিয়ে ধর্ষক হওয়া যায়৷ সংবাদরা বাজার খোঁজে ভিন রাজ্যের চোখে, বিবেকটাকে বন্ধ রেখে ক্ষমতার সিন্দুকে৷ ধর্ম ভেদিক ক্ষতিপূরণের কষ্ট সাময়িক, বিচার জানান আমার দেশে ধর্ষকই ধার্মিক৷ ছত্রছায়া ধর্ষকময়, হাইকোর্ট দিশাহীন, সেই সমাজে পূজার মৃত্যু হওয়াই সমীচীন৷ ধর্ষন, খুন ছোট হয়ে যায় ধর্ম পোষার খাঁচায়, দেখি আজ সে কোন ভগবান এ রাজনীতি বাঁচায়৷                          ✍ প্রভাত..🌠

বদল

Image
যুগের ওপর যুগের পাহাড় জমছে বিবর্তনে, মৃত্যু যে কত সার্থক, সেটা বদলে যাওয়াই জানে৷ দিশাহীন প্রেম কিচ্ছু জানে না, শুধু ভালবেসে যাওয়া ছাড়া, ধ্বংসের পথ ভারি করে চলে প্রেমহীন ব...

বিভাবরীর শেষে

Image
কয়েক কথায় জীবন খুঁজে পাওয়া, জমছে পাড়ে জলের কিছু ঋণ৷ চাঁদের আশায় মেঘ সরিয়ে যাওয়া, জ্যোৎস্না ধরে রাখাই সমীচীন৷ ইচ্ছেগুলো কর ছাড়া কী তাই? একটা তুমি, অনেক মনের ডাক৷ রাস্তা যখন ...

জ্যোৎস্না প্রেমের রাত

Image
জ্যোৎস্না ছটায় আকাশ ভরা রাত, মনের ওপর চাঁদের আলোকপাত৷ কলঙ্কে নেই দৃষ্টিহীনের ভয়, অন্ধ না কী ভালবেসেও হয়!! শান্ত জলে চাঁদের ছায়া রোজ প্রেমিক পাখির স্তব্ধ তখন গান৷ চাঁদের বুকে মৃত্যুও সহজ, জমছে যখন টুকরো অভিমান৷ আজকে রাতে চাঁদের দেখা কই? ক্লান্ত না কী? হয়তো কোথাও ব্যস্ত৷ হোক কোন দিন গল্প সামান্যই, আঙুল ছোঁয়ায় চুলও অবিন্যস্ত৷ স্মৃতির চাদর মোড়া হাজার কথায়, হঠাৎ হবে রাত পেরিয়ে ভোর৷ জড়িয়ে ধরে বেবাক নীরবতায়, ভালবাসায় সেকেন্ডও মন্থর৷               ✍ প্রভাত..💛

এভাবেও ফিরে আসা যায়

ঘরেই যখন ওঠে আর্তনাদ, ছোটবেলাগুলো আর পড়ত না৷ শহরের মেষে ঢোকা, সিগারেট খেতে শেখা, সুরাতেই টেনে গেছে মন৷ বিজ্ঞান নিয়ে পড়া ছেলের দল, বুঝতে পারেনি ওই মফঃস্বল, অকালেই বখে যাওয়া, ...

জ্বলন্ত উদ্যান

Image
রোম কাঁপান বিভৎসতা, রক্তমাখা স্নান, প্রেম ছাড়িয়ে ধর্ম যেন জলন্ত উদ্যান৷ ভালোবাসার কবর খুঁড়ি, বর্বরতার রাস্তা ধরি, জলের ওপর রং ঢেলে পাই আমার অবস্থান৷ প্রেম ছাড়িয়ে ধর্ম য...

এভাবেও ভালোবাসা যায়

Image
লেপ ঢাকা সকালটা আনমনা, আর কিছু না পাবার যন্ত্রণা৷ বালিশ জড়িয়ে ধরে, একটু আদর করে, প্রতিদিনই বেড়ে চলে প্রেম৷ কবিতায় প্রেম লেখা হয় যখন, বৃষ্টির দিনে আজ মন কেমন৷ সকালের গানে গা...

অন্তরা

Image
ভুল সুরে যদি গেয়ে ফেলি গান, ক্ষমা কোরো ভোর-রাতে, মুছে গেছে কিছু শব্দ আমার গানের অন্তরাতে৷ বামনের চাঁদ ধরতে মানা, ঠিক বুঝে গেছি কোন সীমানা৷ আশার প্রদীপ জ্বালবো না আর, শ্রাবণের সন্ধ্যাতে, মুছে গেছে কিছু শব্দ যখন গানের অন্তরাতে৷ মাটির বুকেতে যখন প্রাচীন বিষাদের ডাক শুনি, ইতিহাসে কিছু ফুল ঢেলে দিয়ে আশাদের গান বুনি৷ বাড়ুক দু-কূলে সবরমতি, বয়ে যাক যত চিহ্ন, যতি৷ তবু বেঁচে যাই, গেয়ে যাই গান, ভালবেসে, আস্থাতে, মুছে গেছে কিছু শব্দ যদিও গানের অন্তরাতে৷ খুঁজে ফিরি যত কার্য-কারণ, হৃদয়ের দোলাচলে, যুগে যুগে জমা শ্যাওলার স্তর, পতনের কথা বলে৷ অবুঝের মত চাঁদ ছুঁতে চাই, এক পা গিয়েই থমকে দাঁড়াই৷ ত্রিতালের লয় ভুল করে ফেলি, বাজাই কাহারবাতে, মুছে গেছে কিছু শব্দ আমার গানের অন্তরাতে৷                    ✍ প্রভাত..🌠

আটকে গেছি আপনিতে

Image
ক্যানভাসেরও ইচ্ছে জাগে ভালোবাসার ছাপ নিতে, হৃদয় তোমায় চাইছে, তবু আটকে গেছি আপনিতে৷ ঠিক কী ভাবে করব শুরু, ভাবছি বসে, গড়ের মাঠ৷ হৃদয় জুড়ে নামল হঠাৎ, শুকনো মেঘের বৃষ্টিপাত৷ এ...

মুখোশ

Image
অভিনয়েই মেকআপ লাগে,          খুললে মুখোশ আর এক রূপ৷ ভ্রমর বসেই ফুল-পরাগে,           প্রেমের টানে? কী বিদ্রুপ! কুন্ড ছাইও, শেষ বিচারে গন্য হয় পরিত্যাগে৷ মন জোনাকির স্তব্ধ আলো...

আমার মত নয়

Image
সেই নদী, যে খরস্রোতা, রিক্ত মনের প্রেম, বিধাতা, যদিও তাকে অল্প জানি, অল্পই পরিচয়, সে যেন ঠিক আমার মতই কিছু,                      তবুও যেন আমার মত নয়৷ নদীর স্রোতের শক্তি প্রবল, বইছে বুকে  সে  বিন্ধ্যাচল, তবুও তাকে ছুঁতে চাওয়ার স্পর্ধা কেন হয়! সে যেন ঠিক আমার মতই কিছু,                      তবুও যেন আমার মত নয়৷ কী আনন্দ নদীর গানে!! হিল্লোল ওঠা হৃদয় জানে, যোগ্য মাঝি নইতো আমি, ডুবতে লাগে ভয়, সে যেন ঠিক আমার মতই কিছু,                      তবুও যেন আমার মত নয়৷ গড়বে সে এক নিশ্চিত ইতিহাস, যার হৃদয়ে সরস্বতীর বাস, দূর থেকে ঠিক দেখব তাকে, অনুরাগে নিশ্চয়, সে যেন ঠিক আমার মতই কিছু,                 ...

বর্বরতার ইতিহাস

Image
নাম লেখা হয় যুগান্তরের পথে, ফলক ছুঁতে গড়ে তুলি বিশ্বাস৷ স্পর্শ দিয়ে মলম লাগাই ক্ষতে, বুক চিরে ঠিক লিখে যাব ইতিহাস৷ এক একটা দিন চেনা চেনা লাগে খুব, চেনা দিন, না কি চেনা কোন যন্ত্রণা? মুখোশ পরেই গঙ্গার জলে ডুব, ডুবে ডুবে শিশু কান্নার সুর শোনা৷ কিছু গোঙানিও পড়ে আছে টয়লেটে, দেবের আসনে নোনা লাগে, বাড়ে ক্ষয়৷ রক্তেরও কিছু দাগ লেগে আছে গেটে, বর্বরতায় সম্প্রীতি লেখা হয়৷ পৃষ্ঠ থাকলে, থাকবে পোষক৷ জানা৷ সংবাদে শুধু মাধ্যম ধরা হয়৷ ধোঁয়াশায় রাতে ঢেকে যাবে যন্ত্রণা, বিষ গাছেদের বেড়ে তোলে বরাভয়৷ সমাজের বুকে লেখা হবে ইতিহাস, জানুক আগামী, স্কুলও ধর্ষকময়৷ জ্ঞানের ঘরেও ঢুকে পড়ে সন্ত্রাস, অর্থে যে দেশে শিক্ষক কেনা হয়৷                  ✍ প্রভাত..🌠

সান্ধ্য স্মৃতির ঋণ

Image
অফিস ফেরা ক্লান্ত বিকেল, ভীড় জমা সন্ধ্যায়, একমুঠো প্রেম ঋণ পেয়েছি বাসের জানালায়৷ কাটছে সেকেন্ড, হাতের পাশেই শান্ত দীঘির জল, সত্যি হওয়া মূহুর্তদের চুপ কথা সম্বল৷ বুকের গীটার তুলছে হঠাৎ অপেক্ষিত সুর, তবুও গাছের জ্যোৎস্না ছোঁয়ার রাস্তাটা বন্ধুর৷ বুঝছি, তবু মানছি কী ঠিক? বুকেও ধড়াস বেশ, আড়চোখে ফের দেখছি পাশেই, এ কোন মহাদেশ? বাতাস ছোঁয়ায় উড়ছে পাতা, ঘুম জড়ানো চোখ, হয়তো আবার আসবে ফিরে মন হারানোর শোক৷ অল্প ছোঁয়ায় হৃদয় যেন ধ্বসের মত ক্ষয়, স্মৃতির পাতায় লিখব প্রেমের বর্ধিত অব্যয়৷                       ✍  প্রভাত..💖