তালগাছ

দু-বিঘা জমির মাঝে দৃঢ়,
পূর্ণ চেতনায়..
দীর্ঘাকার বীরের ছাতিতে..
নিজেকে দমন করে ওড়াটাও স্থগিত এখন৷
গোল গোল পাতা থেকে পৌরুষের ঘ্রাণ৷
নারীত্ব আসেনি বলে নমনের গৌরবও বোঝেনা৷

শতাব্দির সহস্র হুঙ্কার,
বজ্রদগ্ধ শরীরের ক্ষত
নিষ্প্রাণ পাতার বুকে সাক্ষরিত, ঝরে গেছে নিচে৷

মাটিকে আপন করে প্রতিজ্ঞাবদ্ধতা
সুঠাম কঠিন দেহে আঁকা৷
প্রত্যয়ে, স্ব-পূর্ণ হলে প্রেম তার খবর রাখেনা৷ আজও তালগাছ একা বিনম্র দাঁড়িয়ে
প্রতিটি সংসারে দেখা পিতাটির প্রতিচ্ছবি যেন৷

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য