চেতনা

ফেরার সময় শেষ হয়নি এখনো৷ এভাবেই ভিজতে বেশ ভাল লাগে নিভৃত গলিতে৷ ছাতা তো কবেই হারিয়েছে, ইচ্ছে করেই আর নতুন কিনি না৷ হারানোয় এত সুখ তাও কি বুঝেছি? উন্মাদের প্রলাপের মতো ঊনবিংশ শতাব্দীর থিওরির ব্রজবুলি গেঁথে ছিল শলাকার মতো৷ জড়িয়ে ধরার চেষ্টা... মাধবীলতার কাছে শেখা৷ শুধু তার গন্ধটুকু অতীত পিয়াসী৷

নিষ্ফলা জমির বুকে হাহাকার যেভাবে ঘুমায়, সেই সুরে আজান ডেকেছে৷ ফোঁটা ফোঁটা সঞ্চয়ের ঘামে উদয়ের অামূল প্রয়াস... হেরে যেতে শেখেনি কখনো, অথচ হারিয়ে যাওয়া বিজয়ের চেয়ে কম নয়৷

উন্মুক্ত পায়ের ছাপ মাটিতে না দিলে কোনোদিন বিষাদ মোছে না৷ তার পর ফোঁটা ফোঁটা নেমে আসে ধারা, প্রান্তিক স্টেশনে কোনো য'ফলার মতো৷ প্রেম যাকে লিখে রাখে অঙ্গীকার রূপে৷

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত