বিরহ পেরিয়ে এলে

নৈঃশব্দের বৃষ্টি থেকে ঘুঙুর ঝঙ্কার৷ সন্ধ্যার নির্জন পথ অতীতের খাতা খুলে কী যেন মোছার চেষ্টায়৷ পশ্চিমি তুষারে ঢাকা ট্র্যাডিশন ছেড়ে জানালা এপার থেকে রবীন্দ্রে ডুবেছে... উল্লাসের খ্যাতিহীন ঢেউ৷

নিজেকে চেনার পরে পথ তার ঠিকানা পাল্টায়৷

কী খোঁজে দিয়েছ দৌড় চঞ্চল হাওয়ায়? সময় বিব্রত হলে নিজেরই তো দায়৷ 
যা কিছু বিশ্বের যশ গেঁথে আছে ভেতরে কোথাও৷ ওঠাও, ওঠাও স্তর, অন্তলীন গোপন প্রত্যয়৷

বিরহের জানালা পেরোলে ক্ষতদের বড় ক্ষতি হয়৷
                       ✍প্রভাত ঘোষ⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত