বসন্তের চিঠি

বিষণ্ণ নগর পথে বসন্তের ঘ্রাণে
তরলীকরণ হওয়া ক্ষতের স্বভাব।
বাসনা প্রাসাদ থেকে দূরে..
অন্ধকার চুমু খেলে বিরহে আদর করি তাকে৷

ইশারার পত্রের সারিতে
স্মৃতি ভ্রম, অচেনা সংকেত..
প্রতিটি চিঠিতে না কী লেখা থাকে প্রেরকের নাম!
সামান্য চিনেছি যাকে, তারই ঘর পেরিয়ে এলাম৷

লহরী দৃষ্টিতে এক বিনম্র প্রলয়
পিপাসার রূপে এসো, বাধ্যতায় নয়৷
ছাইয়ের প্রলেপ মুছে স্মৃতির কোণায়...

ভালবাসা বুকে এলে অভিমান ছুঁড়ে ফেলা যায়৷
                      ✍ প্রভাত ঘোষ⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত