ডাহুক

গভীর শ্বাসের টানে উড়তে উড়তে নিঃস্ব হচ্ছে মেঘ৷ অদৃশ্য ঠোকর থেকে ছিটকে আসা স্ফুলিঙ্গের তাপে... রিক্ততা বেড়েছে যত, পূর্ণ তত করেছে আমায়৷
মোহ নাই, দিশা নাই, শুধু প্রেম তৃপ্তির সহায়৷ ত্যাগ করে গেছে যারা, ফিরবে সেই আকাঙ্খাও ক্ষীণ৷

হয়তো পাখিটির মতো বাসা বেঁধে নির্জনের ডালে নিশ্চুপ তৃষ্ণার দেশে অপেক্ষায় প্রিয় উদ্দালক৷ নিজেকে উজাড় করে উষ্ণতা ছোঁয়ালে...

অন্ধকার গাঢ় হলে সে আমায় চুপিচুপি ডাকে৷

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য