যাত্রাপথ

স্পর্শে নিঃস্ব করো
পাশাপাশি সীমানা পেরিয়ে৷
বহুদূর একই ভাবে উদার যাত্রায়
আমাকে উদাস করে উদাসীন দেখেও দেখে না৷

সবুজের ছত্রছায়া জানালা পেরিয়ে
দুজনার চেয়ে থাকা
সন্যাসের পূণ্যস্নান ভেবে৷

গোধূলি এখন থেকে ক্ষণিকের পথ৷
মাঝে মাঝে ছুঁয়ে দাও শরতের বৃষ্টিফোঁটা যেন।
                     ✍ প্রভাত ঘোষ ⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য