অনুসরণ

হয়তো আরও কিছুক্ষণ বাকি

সামর্থ্য বহন করে নিঃস্বার দরবারে
গুপ্তলিপি পুড়ে গেছে কবে...

কালের প্রলেপ ঝেড়ে বসাও যাচ্ছে না৷
ক্ষেত্রফলে যতটুকু মাপ
ততটা উন্মুক্ত৷

নির্মাণের স্বাভাবিক ছাপে
নিজেকে স্থাপন করে বুঝি
অনুসরণেই বেশ সুখ
                          এতটুকু ধূলাও লাগেনা৷
                  ✍ প্রভাত ঘোষ ⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত