পিপাসায় জল শেষ হলে

আকাশ হলুদ, আজ প্রত্যয় ফিরেছে
নিঃস্বতার চৌকাঠ পেরিয়ে
নতুন আলোর ঘ্রাণে ছুটেছে হৃদয়৷
সে আজ আমারও নয়৷

সময়ের জানালায় পরোয়ানা জারি
পরিত্যক্ত বসে আছে বিষাদ প্রহরী...

মৃত্যুকে বধির করে হে জল্লাদ দিয়েছ গরাদ
আকাঙ্খা বাতাস থেকে দূর নির্বাসনে
তৃষ্ণাকে হতাশ দেখি জলধীর ভিড়ে৷

বহু রাত্রি ঝড়ের আঘাতে
প্রলয়ের বিষণ্ণতা, চাবুকের শেষে
নিষ্ফলা জমির আল-এ শিশিরে বাতাস৷

হৈমন্তী আলোয় যেন স্বর্গদ্বার দেখি৷

আবেগের কাছাকাছি এসে
কখন সংকেত যেন হঠাৎ উধাউ...

অধ্যায় শুরুর আগে পেছনের পৃষ্ঠা খুলে যায়৷
                      ✍ প্রভাত ঘোষ⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত