হিসেব
হিসেব বদল হয় যেভাবে প্রকৃতি
ক্লান্ত হলে ধ্বংস করে সমস্ত বন্ধন
উন্মাদ বিরল নয়,
প্রতিটি ধ্বজায় তার নাম
নির্বাসনে পড়ে থাকে সহস্র প্রণাম৷
মাথাটি ডুবিয়ে ফেলি ভারে
অথচ ভাসিয়ে রাখা বিজয়ী কৌশল৷
সময়ের স্তুপ থেকে খসে আবর্জনা
ঋতুহীন ঘুর্ণনের পথে৷
উচ্ছিষ্টের দ্বারে এসে
নত হওয়া ঘড়ির স্বভাব৷
✍ প্রভাত ঘোষ ⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..