বিলম্ব

হে জীবন বিলম্বে জড়ালে৷

ঠিকানা হারানো স্রোত অন্ধকারে ঠেলে
ক্লান্তির প্রলাপ, মৃত প্রায়
বধ্যভূমির কিনারে
হে জীবন বিলম্বে জড়ালে৷

কত খুন, ক্ষতে খুন, গ্লানি..
ভেতরে মরার আগে নিজেকে চিনিনি৷

প্রসারিত নৈবদ্যের থালা
সাজানো পৃথার রূপে এলে৷
কর্ম শেষে, স্নান শেষে আরামের ডালে..
হে জীবন মুকুল ফোটালে৷

তোমায় সন্দেহ হয়.. ভয়..
সূর্যকে পোড়াও যদি প্রণয়ের কোলে!

সকল দ্বন্দের অবরোহনের কালে
ধন্য হব হে জীবন বিলম্বে জড়ালে৷
               ✍ প্রভাত ঘোষ⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য