নীলকণ্ঠ
ছিল না ওপরে কিছু, কিছুই ছিল না
বাঁধা চোখে ভালবাসা ছাড়া৷
গরমে ঘামের দাগে ছাই..
ঘৃণার চৌকাঠে কোনো দূরত্ব ছিল না৷
পিঠে পিঠে এতকিছু.. বোধের সীমানা
পেরিয়ে আসার আগে সীমানা ছিল না৷
কাটা পথ, পথে কাঁটা শেষে
প্রতিটি ভূমির রং স্বাভাবিক হয়৷
দু-ফোঁটা বৃষ্টির পরই কালশিটে ক্ষয়৷
আর মৃত্যু নয়৷
জীবন আবার ওঠে শবের ওপরে৷
দ্বেষ নয়, ছেদ নয়
ঘৃণাই সমূহ পরাজয়৷
গরল ছিটিয়ে দিলে নীলকণ্ঠ গাছ হয়ে ওঠে৷
✍ প্রভাত ঘোষ⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..