প্রজাপতি পুড়ে গেলে

সময় পালিত, ওই ঘোড়াটির ক্ষুর
দু পলক দূরে বাধ্যতায়
শুঁকে গেছে, নাড়াতে আসেনি৷

যে ফুল ছুয়েছি, বেশ 
উড়ে গেছে পরসখ্যতায়৷

বোঝেনি চাষের জমি 
যে কর্ষণ করেছে তোমাকে...
মালিকানাহীন এক ভৃত্যের পর্যায়৷

নিজের শ্রেণীকে প্রিয় প্রেমগুচ্ছ চেনাবে তোমায়৷

ভালবেসে প্রত্যহই ডাকে
সে আমার ভালবাসা নয়৷

ক্ষমা কোরো হে ক্ষয়িষ্ণু প্রেম,
বিভেদ ক্ষতেরা আজ পরকিয়াগামী৷

মৃত্যু এক নিখাদ প্রেমিকা৷
                   বহুকাল অপেক্ষায় ব্রতী৷

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য