পুনর্বাসন

খাদের গভীরে ভালবাসা পড়ে আছে দেখো, ইচ্ছে হলে তুলে রাখো চুপিসাড়ে৷ 
                           তারা জ্বলা রাত্রি থেকে বিনয়ী পরশ রেখো হাতে৷ 
জানো, সে'ও উড়তে জানে
                   সঙ্গী হয়ে শ্রাবণে অঘ্রাণে৷ 
ডানায়, পালকে কাটা দাগ 
                           আস্থা চায় অনুরাগে৷
পরিযায়ী একলা পাখি শোকার্ত বসন পরিহিতা৷

প্রতিটি কর্কট ক্ষত হাস্নুহানা দ্বীপে শোয়া মীরা৷
                         ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত