দৃষ্টিকোণ

প্রশ্ন করি আগুন তোমায়, বন্ধু না কি শত্রু তুমি?
সন্ধ্যাকালে দীপ্য শিখা, ঠাকুর ঘরের মধ্যমণি৷
পরিচয় কর্মে জেনো, 
             ভালবাসা তোমার ওপর৷
ভূগর্ভে গলিত লাভা, 
              শ্মশানের শব দাহ,
                           অস্তিত্ব সর্বত্র ধরাভূমে৷
তাচ্ছিল্য বাতাসে নিভে পড়ে থাকে গাঢ় অন্ধকার৷
ও পাড়ায় ব্রাত্য, জ্যোতি নতুন কৃত্রিম ঘেরাটোপ৷
তবুও সমর 
          শান্ত হোক, 
                     শান্ত হোক, 
                               শান্ত হোক...
উত্তাপ হীনতা কাকে বলে বুঝে নিও অবুঝ সংসার৷
                      ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য