শিহরিত বারিষনামা

সুপ্তধ্বনি মেঘের গর্জনে,
                       ফোঁটা ফোঁটা রসদ যৌবনে
অবয়বহীন ছবি, অস্পষ্ট, অদৃশ্য অনুভূতি৷
বাতাসি বুকের গন্ধ,
        সিক্ত রাতে চৌরাসিয়া সুর
বেসামাল প্রণয়ীর বিদ্যুতের ঝলকানি শোনে৷

শিয়রে জানালা খোলা,
            পাতাবাহারের নাচ দেখে 
                       মনে হয় এসে গেছ তুমি৷

                                মৃত্যু ঠিক এক হাত দূরে৷

সে বুকের সন্ধিতে নিজেকেই ডুবতে দেখেছি
ঠান্ডা সমীরন গায়ে...
             শিহরণে কেঁপে কেঁপে উঠে 
                               ঝোলাতে হৃদয় নিয়ে ছুটি৷

স্পর্শ যেন কবেকার জমে থাকা সেতারের সুর৷
                     ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য