মাতৃগর্ভ থেকে বলছি
মাতৃগর্ভ থেকে শ্মশানের প্রতিটি মুহূর্ত মাঝে
প্রচন্ড সমর, পথ যেন দুর্নিবার অশ্বক্ষুর৷
ছুটে চলা পাহাড়ে, পাথুরে
জ্যামিতি অপূর্ন শঙ্কু৷
গর্ভ থেকে উঁকি দিয়ে দেখেছি আমৃত্যু রোষ৷
প্রেম, রোষানল জ্বালে
পৃথিবীর সমস্ত আক্রোশ৷
যৌবন লুটান রাত্রি, ক্রমাগত কুঠার আঘাত৷
আসক্ত নেশার ভীড়ে
সংসার বিষাক্ত কারাগার৷
শ্রোতাহীন রোদন মনন
জনহীন নাটক স্থাপন
আমৃত্যু যন্ত্রণা শিরে৷
বেঁচে থাক কুরুক্ষেত্র যুগ৷ আমি বেশ আছি মাতৃগর্ভে৷
সময়ে ব্রক্ষ্মাণ্ড দোলে৷ আমি তুমি উন্মুক্ত পা৷
জুতো পরা স্বাভাবিক প্রথা৷ নচেৎ রক্তাক্ত হয়ে
অস্তিত্বের বিপন্নতা গিলে
ঘুমাও অম্লান শর্তে৷
নিজ রক্ষা জ্ঞাণের প্রমান৷
জ্ঞাণহীন গর্ভ নিরাকার৷
চতুর্দিকে আলোক আধার
হাতের নাগালে সবই....
পৃথিবীর প্রতি ঘুর্ণাবর্তে৷
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..