হৃদয়াঙ্ক

হোগলা বনের ধারে নেশাতুর স্মৃতি ঘেটে ঘেটে...
পকেটের ধন ভুলে, নেমে আসা বাস্তবতা ফেলে৷
দিন থেকে রাত থেকে দিন শেষে অমাবস্যা ঢাকা
অন্ধকারে ঘরে ফিরি৷ দেখি তুমি বিছানায় নেই৷
অসাড় পেশির টান, 
                ধমনিতে বেজে ওঠে 
                                        সবহারা গান নিরালায়৷
স্বার্থ স্বার্থ রব ওঠে মাঝ প্রহরের সীমানায়৷
নীরবে প্রেমিক বাঁচে, তোমার হৃদয় কোলাহলে৷

গর্বে বলি, শূন্য আমি৷ কোথায় বসাবে তুমি ভাবো৷

অনুরাগ সূর্য হলে, 
              শীতে কোন ঝিল পারে
বসন্তে বেহাগ ঢেলে সঙ্গোপনে সোহাগ শেখাব৷

(তবে)   তুমি যদি ছুরি হও, আমি কেন বিষ খেতে যাব?
                       ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত