অদ্বৈত বারিষনামা
ঝঙ্কৃত বৃষ্টিতে ডানা কেটে বসে থাকে ঘর৷
ভিজেছে প্রলাপী ঘুড়ি, মেঘে তার কে আপনজন!
শ্রোতাহীন অবিরাম বাজে
কবেকার পুরান পিয়ানো
বেহাগ, ইমনে ওঠা রাগে
ভালবাসে, প্রাণ ঢেলে শোনো৷
চিরকাল-ই ঝড় খাওয়া বাঘ
ভেজা ঘাসে পা মাড়ায় খুব
নিঃসঙ্গ মিনারে লেখা চিরায়ত মনের অসুখ৷
বধির অবধি শোনে
বিষাদীয় সুর গানে গানে,
সুরে বাঁধা অশনি চিৎকার৷
পাতারও অধিক উড়ে ঝরে পড়ে নিটোল বিশ্বাস৷
মাধবিলতাতে মুছে অতীত পেরোন নীল বিষ...
তবু ভালবাসে যারা, প্রকৃতই উজাড় প্রেমিক৷
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..