নাটক
যাত্রাদল, স্বতস্ফুর্ত নাটুকে সংলাপ গৃহকোণে৷
হিমবাহ গলে জল প্রবাহ৷ আগুনও শেষ ভস্মে৷
নদী বুকে গলা ডুবে সাতরে ওঠা নিশিথ প্রহরে
আলোড়িত পাটাতন৷
ভোরে ফোটা ফুলসজ্জা, ঘর..
রোদমাখা প্রাঙ্গনে শেষ রসটুকু সন্ধ্যায় বালিময়৷
আলো দেখে পথে চলা,
ধোঁয়ায় তপস্যা উহ্য থাকে৷
বিষের প্রেমিক উঠে ভাগ্য লেখে আকণ্ঠ অমৃতে৷
চরিত্র স্খলিত মঞ্চে কাটা ছেড়া বিষণ্ন কঙ্কাল৷
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..