উন্নয়ন
কবি ও কবিতা হুমকিনামা পরোয়া করে না মোটে৷
ওটা রাজনীতি প্রথা, মানব বোমার বিস্ফোরনে
সমাজ ক্ষয়েছে ঘৃণ্য চিত্রপটে৷
তোরা সরে দাড়া,
ওই ছুটছে পাগলা ঘোড়া,
বেঁচে থাক কোনমতে৷
ভুল করে গুনেছি মাসুল,
গণতন্ত্রে কোপায় ত্রিশূল,
কাটা গেছে মাতৃদুগ্ধ, স্তন৷
স্বাধীনতা হারা, আইনের ধারা৷
পথে পথে বোমা পুঁতে গেল কারা?
চৌকাঠ পেরোতে গেলে
গলা টিপে ধরে উন্নয়ন৷
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..