রাস্তা

তারও পরে রাত নামে অগোচরে গ্রামের আকাশে৷
জোনাকির ঘ্রাণ টেনে স্বপ্ন দেখা অবাস্তব নেশা৷
             অন্য দিকে ডিস্কো থেকে 
              উন্মত্ততা গিলতে শেখে
বিচ্ছিন্ন হৃদয়, ঘৃণা, স্পর্শ করে কৃত্রিম যৌনতা৷

অন্ধকার জঙ্গলের টানে
                   রতি সুখে শরীরী সম্মতি৷

সহজাত ভালবাসা ধরে
                      ঘর বাঁধে স্বপ্নের সারথি৷

কবরে কঙ্কাল বাঁচে৷ মাটি ঢেলে হেটে যাওয়া প্রথা৷
                      ✍ প্রভাত ঘোষ. ⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য