নিরক্ষরেখা
নিরক্ষরেখার বিভাজন, পৃথিবীর বুকে আঁকা দাগ৷
সুয়েজ ক্যানালে সেতু বন্ধনের চেষ্টা করা যায়...
বিশ্বাস পাথরে শুধু রাম লিখে ভাসানো প্রয়াসে৷
উত্তম চিন্তার ফল,
কর্মে "মাজি" পাহাড় নোয়ায়৷
ইন্ধন যোগান ভালবাসা ভরা নদী নিমেষে পেরোয়৷
বাতাসের ঝোঁক মেপে উড়ে যায় ভয় হীন পাখি৷
বাসা থেকে উঁকি মারে যারা,
জানে দূরে কিছু মেঘ বাকি৷
তবু ওরা হাত ধরে ওড়ে,
দল বেঁধে, প্রেম ভরে, ঝাঁকে৷
কেনা বেচা শেষে দুঃখ - সুখ, ব্যবসায় ওসব লেখা থাকে৷
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..