আস্বাদন
কাশ্মীরি আপেলে স্বাদ জানি৷ অপরূপ উপত্যকা
"স্পিতি" থেকে স্বপ্ন উঠে আসে৷
ঠান্ডা তিব্বতের ভূমি, আপেলের মনোহর গাছ
সাগরের তটে বসে
মনে অনুভব করা বৃথা৷
সাগর তাচ্ছিল্য মাপে, পাহাড় তখনও মরসুমি৷
বৈশাখে আষাড় চাই, পৌষ মাঘে বসন্তের কথা...
বুক চিরে আফসোসে বাঁচা৷
যেটুকু ছিলনা, নেই, চাই...
শুধু চাই চাঁই করে
হৃদয় তুফানে শুয়ে থাকা৷
পর্বতে বরফ মেলে, সাগরে জলের ছিটে ফোঁটা৷
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..