বিভা

ইচ্ছে ছিল দেখা হবে, ছুঁয়ে যাবে প্রেমিক চিবুক৷
খোলামকুচির ঘা'য়ে ধরা পড়ে প্রেমিকের খুঁত৷
              ঘুমে দেখা আকাশও নীলচে৷
               আশা ছিল দু-হাত মিলবে৷
অবহেলা শুরু হলে ক্ষত মেখে শুয়ে পড়ে সুখ৷

প্রেমিক দাঁড়িয়ে দূরে, মরিচিকা! সাবেকি আবেগে৷
ঈশানে গোধূলী আভা রাত হলে নিভে যেতে শেখে৷
                 স্বতস্ফুর্ত নেমে আসে রাত,
                 প্রপোজাল নিস্ফল প্রয়াস৷
অসম বিন্যাস বেয়ে ঝরে পড়া ধান, মেশে ক্ষেতে৷

স্বর্গীয় সেতার ধ্বনি, সমীচিন, দুরন্ত প্রতিভা৷
চারা গাছ ধীরে বাড়ে৷ মাঝে কেউ চেপে ধরে গ্রীবা৷
               গুল্মলতা ওঠেনা আকাশে,
               বিষণ্ণ মধ্যাহ্ন রোদে বাঁচে৷
স্পর্শস্পৃহা স্বপ্ন দেখে৷ অলঙ্কারে ফুটে ওঠে বিভা৷

ক্লান্ত দিনে ছায়া খোঁজা, উৎকৃষ্ট বাছাই মহিরূহে৷
মধ্যবিত্ত তুচ্ছ গলি দো-তলা ঘরেই থাকে সুখে৷
              নতুন ব্যাল্কনি জুড়ে চাঁদ৷
            ব্যার্থ মায়া ভুলে থাকে সাধ৷
আগুনে তুষার ঝরে নাম লেখে পৃথিবীর বুকে৷
                   ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত