পাটাতন

ছোট্ট প্যাঁচে কষ্ট ওঠে, অাঁধার নামার মোড়ে...
হোঁচট খাবার তিক্ত কথা, মন উড়ে যায় ঝড়ে৷

বোঝার আগেই এলার্মের ডাক, উল্টো সুরে গান৷
পথের মাঝেই তপ্ত ছোঁয়া, নিত্য অভিমান৷

অনেক দূরের পথ বাকি তাই চোখ মেপে নেয় হাত৷
ছোট্ট কিছু ঘাটতি হলে বিষণ্ণ, সংঘাত৷

নদীর দু-পাড়, মধ্যে জলে একলা পাটাতন...
মিলবে কেমন করে যখন ডুবছে হারাধন?
                      ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য