বেইমান

ভাতের পচনে জমে মদ৷ যে আঙুল বাণী লেখে...
গৃহ যুদ্ধে টিপেছে ট্রিগার৷
               যজ্ঞাহূতি, মানব সংসার৷
বেসামালে অমৃতও বিষের সমান
                                          জ্বলন্ত বহ্নি৷
বিভীষিকা ঘরের আঙিনা৷
                 নাভি বেয়ে উঠে আসে ঘৃণা৷
মায়ের আঁচল সিক্ত, 
                দোষ কার? হিন্দু, মুসলমান?
অবৈধ ঔরস থেকে জন্মায় প্রতিটি বেইমান৷
                     ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত