মৃত্যু উপত্যকা
লুটিয়ে পড়েছি আমি রক্তমাখা, ঘাসেদের ধারে..
সাক্ষী শব উপত্যকা, মেরুদন্ড ছিলনা বিচারে৷
রুখে দিতে অপারগ
ভাঙনের শববাহী স্রোত৷
ভেসেছে সংসার,
বুকে ঘুণ ধরে বহুকাল মৃত৷
অন্তিম সম্বলে হাত রেখে বেঁচে থাকা যেত৷
নৃত্য হোক, শ্রাদ্ধ হোক,
চোখ জুড়ে অন্ধত্বের কালো৷
মহামান্য আদালত যুদ্ধশেষে কঙ্কাল পাঠালো৷
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..