স্ট্রীট লাইট

স্ট্রীট লাইটের আলোয় ঝরা বৃষ্টি,
আর একটা রাত উষ্ন অপেক্ষায়৷
ভালবাসায় তিক্ষ্ণ করে দৃষ্টি
জোনাকিদের গন্ধ নেওয়া যায়৷

পার্কস্ট্রীট বা শোভাবাজার মোড়ে
দাঁড়িয়ে থাকা রাত পরীরাও জানে,
বৃদ্ধ শেয়াল জাপটে শিকার ধরে,
রাত ঢেকে যায় দাগ যত সম্মানে৷

ফুটপাথ দেখে লিপস্টিক মাখা যৌবন,
এঁটো ঠোঁটই নিবৃত করে ক্ষুধা৷
ভোরের আলো জানায় অভিনন্দন,
বন্ধ গাড়ির ছন্দে নাচে রাধা৷

হাজার হাজার বিবশ রাধা গণিকার পরিধানে,
আঁধারে না লেখা গল্পগুলো স্ট্রীট লাইটই জানে৷
                      ✍ প্রভাত..🌠

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য