কলেজ প্রেম

আড়ষ্টতার গণ্ডি ফেলে, মনের কথা বলতে এলে, 
বুঝিনি তা তোমার কোন চাল ছিল৷ 
হাড় জিরজিরে ক্যাবলা মুখো, প্রেম যে ঢপের বুঝিনি তো,
স্বপ্নে আমার ঠোঁট আর তোমার গাল ছিল৷

প্রথম কলেজ, বাঁধভাঙা প্রেম, উপরি পাওনা সুন্দরী মেম৷
পড়াশুনো লাটে, আমায় কে দেখে?
বাংলা অনার্স পড়তে গেছি, লাস্ট বেঞ্চে প্রেম চালাচ্ছি,
সময় তো ছার, পাত্তাও নেই বন্ধুকে৷

শেষ হল যেই সেকেন্ড ইয়ার, বদলে গেল প্রেমের গিয়ার,
ধরল মনে বড়লোকি ব্যবসাদার৷
তোমার মনে স্ফুর্তি - আবেগ, আমার মনে আষাড়ে মেঘ,
পড়ল মনে কথা প্রাণের বন্ধুটার৷

অলিন্দতে কষ্ট মেখে, হৃদয় যখন বাঁচতে শেখে,
আমি তখন খিল দিয়ে যাই দরজাতে৷
নতুন করে স্বপ্ন সাজাই, মুখোশটাকে ঠিক চিনে যাই,
ঘেন্না জাগে ভালবাসার ব্যবসাতে৷
                    ✍ প্রভাত..🌠

Comments

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য