প্রেম আহ্বান

হৃদয় ভরা আষাড়ে মেঘ, জমিয়ে রাখা বন্য আবেগ,
আলতো করে তোমায় ছুঁতে চায়৷
কোলের বালিশ আঁকড়ে ধরি, তোমায় ভেবে আদর করি,
একলা শুয়ে আমার বিছানায়৷

তন্বী কোমর, নীল সালোয়ার, ঝড় তুলে ফের খুলল দুয়ার,
হাওয়ায় ভেসে যাচ্ছি বহুদূর৷
কী স্নিগ্ধতা ওই দুচোখের! পারিজাত যেন স্বর্গলোকের,
স্প্যানিশ গীটার তুলছে হাজার সুর৷

বিউটি কুইন মায়ানমারের, জ্যোৎস্না কোন অন্ধকারের,
গলায় জমে ইতিহাসের ক্ষত৷
তোমার মনেও প্রেম জমেছে, বলেই ফেল, লজ্জা কিসে?
দাওনা ভেঙে নীরবতার ব্রত৷

ভরসা করে আঁকড়ে ধর, বৃথাই কেন গুমরে মর?
সমাজ ছাড়, করবে ওরা ঘেউ৷
তোমায় নিজের পৃথিবীতে,  ভালবাসায় ভরিয়ে দিতে,
হাতছানিতে ডাকছে দেখ কেউ৷
                     ✍ প্রভাত..🌠

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত