সঙ্গীহীনের পূজো
আবার কিছু মনখারাপে, সঙ্গীহীনের সন্ধেতে,
ভীড়ের মাঝে একলা হয়ে মন্ডপে,
সামনে হাজার প্রজাপতি, আসছে না কেউ মন দিতে৷
তুলি তে আর রঙ লাগেনা, বন্ধ সে৷
অষ্টমিটাও একলা কাটে, রাত্রি আমার নিদ্রাহীন,
ডিম লাইটে বুনছি শুয়ে কাব্য৷
নিত্য নতুন ভালবাসায় সবার জীবন হোক রঙিন,
আমি শুধুই তোমার কথা ভাবব৷
হয়তো কয়েক বছর পরে, রাঙিয়ে সিঁথি লাল সিঁদূরে
মাখব তোমার ভেজা চুলের গন্ধ৷
আজ এটুকুই থাক না লেখা, দূরত্বের এই সীমারেখা
স্তব্ধ করে কাব্য লেখার ছন্দ৷
সত্যি যেদিন চাইবে এসে ভালবাসার ঘ্রাণ নিতে,
থাকব কাছেই, বন্ধ চোখে খুঁজো৷
তোমার ঠোঁটের লালটা যেদিন চাইবে আমার গাল ছুঁতে,
রঙীন হবে সঙ্গীহীন এই পূজো৷
✍ প্রভাত..🌠
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..