ফ্রাস্ট্রেশন

কয়েক-শ ব্যথা জমেও থাকে গাছে, 
শুকনো কিছু পাতা ঝরার ক্ষোভেও৷
বিচ্ছেদের যন্ত্রণাতে বাঁচে, 
সে সংবাদ রাখে না তো কেউ৷

যতই দূরে থাক না কেন ঢেউ,
তবুও এসে মিলতে পারে পাড়ে৷
কয়েক ফোঁটা ঝরে পড়ে আড়ালেও,
হৃদয় যখন ব্যর্থ অভিসারে৷

অভিমানের রেশ রয়ে যায় রক্তে
না পাওয়ার ঝড় ছুটে চলে ধমনীতে৷
খড়কুটো ধরে বাঁচছি বাঁচার শর্তে,
গোধূলির আলো ভীড় করে সমাধিতে৷

হৃদয়ভেদী প্রতিধ্বনির শব্দে আসে জিজ্ঞাসা৷
ঠিক বুঝেছি ফ্রাস্ট্রেশনের বাংলা নামই নৈরাশা৷
                      ✍ প্রভাত..🌠

Comments

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য