অন্তহীনের পথে

অনন্ত আকাশের স্বপ্ন দেখা, ভাসমান এক কণা মেঘের,
আকাশের বাণী বলে হায়! সে তো পথিক ক্ষণিকের৷
তবুও সে চেয়ে থাকে দূরে ওই তারাটির দিকে,
দু-ফোঁটা জলের ঋণ শোধ দেওয়া বাকি তারও শুকনো ভূমিকে৷

ডানা যদি পায়, সে আলোর গতিতে যাবে ছুটে,
হৃদয়ের কথা বলে যাবে তার কানে, অস্ফুটে৷
ইচ্ছে তো এটুকুই শুধু, বলা হলে সবটুকু শেষ,
ঝরে পড়া জলের কণাতে ভালবাসা রেখে যাবে রেশ৷
মিশে যাবে মাঠে-ঘাটে, ভরে যাবে পুকুরের বুক,
ও জলেই দেখা যাবে সে মেঘের প্রেমিকের মুখ৷

চিনে যদি পারে নিতে আয়নায় নিজ ভালবাসা,
পড়ে নিলে সার্থক হবে সেই প্রেমিকের প্রত্যাশা৷
রোদ মাখা দুপুরের তাপে বাতাসে, বাষ্পে বিলীন,
অবিরাম তার পথ চলা, নিরন্তর, অন্তহীন৷
                       ✍ প্রভাত..🌠

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য