আগমনী


কাঠি আর ঢাকের আদরে, সুর তুলে আজ আগমনী,
বুকভরা ভালবাসা দিয়ে জগতের যন্ত্রণা কিনি৷
আশীষের হাতখানি রেখো মানুষের দগদগে ক্ষতে,
এইটুকু দান দিও দেবী এই অধমের ইবাদতে॥
                         ✍ প্রভাত..🌠

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য