পূজো-প্রেমের গন্ধ

আনন্দেতে নাচছে দূরে আদুরে সেই কাশ,
আমার সাথে মনখারাপের বন্ধ সহবাস৷

রাত পরীদের মাধুর্যতে রঙিন হল সন্ধে,
শিউলি আমায় ডাক পাঠাল ভাসতে পূজোর গন্ধে৷
 
হলদে শাড়ি মন কেড়েছে রূপের ফোয়ারায়,
এমন দিনে হৃদয় কী আর সামলে রাখা যায়?

বারে বারে ফুলের দিকে ঠিক চলে যায় চোখ,
আবার একটা ভালবাসার স্বপ্ন দেখা হোক৷

টানা চোখে, গালের টোলে বিশ্ব হারাই আজও,
তোমার সুরে হার মেনে যায় গজলের আলফাজও৷

নরম হাতের ছোঁয়ায় হৃদয় আদর খেতে চায়,
আবার প্রেমের শিউলি ফোটে পূজোর বাহানায়৷
                        ✍ প্রভাত..🌠

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য