সেই নদীটা
আপন ভেবে মনের সুখে দাঁড় টেনেছি মন জানে,
সেই নদীটা হারিয়ে গেছে কোন অজানার সন্ধানে৷
হৃদয় যখন স্মৃতির পাতায়,
তোমায় ছোঁয়ার আশকারা চায়,
ঠিক পেয়ে যাই গন্ধ তোমার রাতদুপুরের জলপানে৷
এই তো সেদিন, ঝালের চোটে পাড়ার মোড়ে ফুচকা ঠেলায়,
"চলনা গো, মিষ্টি খাব" বললে তুমি সন্ধেবেলায়৷
রাত্রে তোমার কামড় ঠোঁটে,
সত্যি, বন্য সোহাগ বটে৷
নিয়ন আলো আজ জ্বালিয়ে মন ভেজে স্মৃতিচারনায়৷
ডেকেছি কত জলের ধারে, তোমার শেখান গান জানে,
ভালবাসা মোর ভাসিয়ে গেল ভয়ঙ্করী সেই বানে৷
কাব্য করে কষ্ট লিখি,
আঁকড়ে স্মৃতি বাঁচতে শিখি৷
তোমায় ভেবে তেল ঢেলে যাই নিভতে থাকা লন্ঠনে৷
সেই নদীটা হারিয়ে গেছে কোন অজানার সন্ধানে৷
✍ প্রভাত..🌠
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..