উপলব্ধি

নিজেকে আর নাই বা দিলাম তাড়া,
যাবার পথের আনন্দটাও বেশ৷
ব্রাত্য হোক আজ সময়ের আশকারা,
জীবন যাতে না হয় নিরুদ্দেশ৷

কয়েকটা মুখ আশায় আছে ঘরে,
বলছি সময় একটু সবুর কর৷
ও গাড়ি তুই ছুটিসনা আর জোরে,
সঙ্গহীনার রাত্রি অনেক বড়৷

ঢুকলে বাড়ি লাফিয়ে উঠে কোলে,
ভাবছ সে কে? আমার মামনি৷
বটগাছটাই চিতায় যদি জ্বলে,
"বাপি" বলে ডাকবে কাকে শুনি?

বেগ বাড়াতে সময় যখন জাগায় ইন্ধন,
মনকে দেখাই অপেক্ষাতে আমার আপনজন৷
                       ✍ প্রভাত..🌠

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত