পূজো পটভূমি

পূজো পূজো রেশ এসেছে, সপ্তমে তার সুর,
প্ল্যাটফর্মের আবছা আলোয় ডাকছেন ঠাকুর৷

মূর্তিগুলো বারবণিতার উঠোন ছুঁয়ে যায়,
তার জীবনে পূজো আসে বিকৃত কামনায়৷ 

ঠিক চলে যাই আঁধার রাতে গন্ডি করে পার,
অর্গাজমে হয়না বিচার অচ্ছ্যুত সত্তার৷

লক্ষী গনেশ মুচকি হাসে আস্তাকুড়ের পাশে,
জন্ম যাদের অবৈধতায়, রাতের সর্বনাশে৷

ময়লা ছেঁড়া কাপড়, ওদের চোখের কোণে জল,
আমার কেবল চিন্তা পূজোর, ঘুরছি শপিং মল৷

জৌলুষতার মরীচিকায় জগত দেখি আমি,
অহঙ্কারের অর্থে কিনি ভন্ড সেলামি৷

রঙিন কাঁচে জগত দেখি, রোদ চশমা চোখে,
ঈশ্বরও ঠিক হাসেন, যখন "মানুষ" বলে লোকে৷
                      ✍ প্রভাত..🌠

Comments

  1. পূজো টা যেন কোথায় আরও বেশি বোঝা (বুঝতে পারা) হয়ে গেল।

    ReplyDelete

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য