নীল ছবি
কয়েক ফোঁটা জল জমেছে রঙিন স্মৃতির ফ্রেমে,
আবার একটা রাত্রি ঘনায় অদৃষ্টের ব্লেম-এ৷
স্বপ্ন নতুন, নতুন জীবন,
বইছে শিরায় যত হরমোন৷
ঠোঁটে, সিঁথিতে লাল জমেছে, রং লেগেছে প্রেমে৷
স্মৃতির পাতায় আজও তাজা সেই ছাব্বিশ জুন,
সাগর পাড়ের মাতাল হাওয়া, ঝকঝকে ফুল মুন৷
রাত্রি মাতাল বুকের গন্ধে,
শরীর নাচে আপন ছন্দে৷
আবেগ যখন পূর্ণতা পায়, সার্থক হানিমুন৷
হঠাৎ জীবন কোন ভুলেতে বদলে দিল সবই?
লজ্জা, ঘৃণা, সামাজিকতায় মৃত্যুও বাস্তব-ই..
ইন্টারনেটের মেহফিলে,
অশ্লীল ব্যবসা চলে৷
সিলিং মেপেছে ওজন, তোমার দাম জানে নীল ছবি৷
✍ প্রভাত..🌠
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..