কিন্নর পরিচয়

শরীরে - মননে বিচ্ছিন্নতা,
ভিন্নতার যন্ত্রণা প্রতিটি নিউরোণ জানে৷
বৃক্ষ থেকে ঝরে পড়া পাতার মত
বেঁচে থাকা এই জীবনে, একাকিত্ব নির্ভর৷
আমি? কিন্নর৷

যে বৃক্ষ শেকড় বিহীন, পরিবারহীন,
ঠিক যেন বিকেলের দলছুট পাখি৷
দামি খাটে শুকায় যে কান্না,
সে জলের দাগ কেউ দেখেছে না কি?

যে পাখি নীড়হারা, বাস্তুহারা,
সামাজিক পরিচয়হীন,
ঘৃণার প্রকোপে লোকে দেখে আড়চোখে৷
ধুয়ে গেছে কান্নার জলে 
জীবনের যা কিছু রঙীন৷

কতো নাম আমার! ছক্কা, হিঁজড়া, সুন্দরী,
সামাজিক বাস্তব মেনে ভালবাসা প্রশমিত করি৷
বুঝি না আমি কুমার না কুমারী...
আমারও তো প্রেম জাগে, আবেগে, অনুরাগে
কামনায় দেহে উঠে ঝড়৷
তবু জানি সব শেষে পরিচয়ে আমি কিন্নর৷
                    ✍ প্রভাত..🌠

Comments

  1. যেখানে সকল ভাবনা শেষ, সেখান থেকেই শুরু তোমার।
    অসম্ভব সুন্দর লিখেছ।

    ReplyDelete
    Replies
    1. এই সম্প্রদায়ের মানুষের কাহিনী তাদের মুখেই শুনলে সত্যই বাকরুদ্ধ হয়ে যেতে হয়৷

      Delete

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য