বন্যা

জানি না ক জন ভেসে গেছে, কত বাস্তুহারা কাঁদে,
আমার জীবনে বন্যা আসে প্রভাতি সংবাদে৷

পাতা খুলে দেখি কত শত চোখ আশায় রয়েছে ত্রাণের,
কতই  বা আর গরীব হব দু-একশ দিলে দানে?

না জানি কত ভয়ার্ত রূপ! কোন জলে মিশে আর্সেনিক,
আমি তো জানি বর্ষা মানেই চপ-মুড়ি, চা আর মনজিনিস৷

আমার শহরে ধর্ম জানে রক্ত, বানভাসীদের ধর্ম বলতে ক্ষিধে,
আমি এক মেরুদণ্ডহীন ভক্ত, ঝান্ডা হাতে চৌরাস্তায় ভেজে৷

হাজার হাজার কত পরিবার মৃত্যুর সম্মুখে,
আমি দেখে যাই, পাতা উল্টাই, চোখ রাখি ফেসবুকে৷

বেকারত্বও ছুটে গেছে কত ত্রাণ নিয়ে বন্যায়,
আমি সরকার, সমীক্ষাতে মৃত লাশ গুনে যাই৷
                      ✍ প্রভাত..

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য