বিজয়ার গান

মনখোলা সিঁদুরের খেলা, মন্ডপ প্রজাপতিময়,
দশমীর নাচের ভীড়েতে হল না তো আজও পরিচয়৷

ঢাকের শব্দে উঠে দুলে সবুজ শাড়িতে কোন ঘাস,
ফুল! সে তো নিয়ে যাবে মালী, প্রেমিকের নেই অবকাশ৷

বিজয়া যে হৃদয়ের তুমিই, উল্কারই মত অপরূপা,
মন আজও খোঁজে ওই সুর, জ্যোৎস্না রাতের ঝিঁঝিঁপোকা৷

দুরত্বের মাইল পেরিয়ে আসবে কি কোন জন্মে?
হৃদয়ের রং তুলি ছুঁয়ে, ছবি আঁকা অচেনা সে মেয়ে৷

মোবাইলে তুলে রাখা ছবি, বৃথা, সে তো হৃদয়েই আঁকা৷
জীবনের কোন ঘুরপথে হয়তো বা হয়ে যাবে দেখা৷

ঝিরঝিরি বৃষ্টিতে তুমি, ভেজা ফুটপাথের চেয়ার,
গাইব সেদিন দুজনাতে ফেলে আসা গান বিজয়ার৷
                          ✍ প্রভাত..🌠

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত