ভগ্ন ভালোবাসা

ভগ্ন ভালোবাসা
***************

হৃদয় মাঝে ঝিনুক যেমন
মুক্তো রাখে ধরে,
প্রেমালিঙ্গনে বাহুডোরে
বেঁধেছিলেম তোরে৷

ভালোবেসে সেদিন তোরে
হৃদয়ে রেখেছিলেম,
বিশ্বাস ও ভালোবাসার এক
স্বপ্ন বেঁধেছিলেম৷

সাগর তীরে বেড়াই ঘুরে,
গান বাঁধি আজ আপন সুরে৷
মাতাল করে স্নিগ্ধ বাতাস,
যৌবনে ভরা সদ্য আঠাশ৷

মনে পড়ে সেই চাঁদিপুরের
সাগর তটের বালি,
তুমি বিনা এই উচ্ছল ঢ়েউ
লাগছে কেমন খালি৷

দৃড়তা ছিল কন্ঠে তোমার
মিথ্যা আশ্বাসে,
তোর দেহের গন্ধ আজও মিশে
মোর নিশ্বাসে প্রশ্বাসে৷

খেলার ছলে ভাঙিলে হৃদয়
ত্যাজিলে আজিকে মোরে,
হারায়ে তোমায় কাঁদিছে হৃদয়
কন্ঠ আসিছে ভরে৷

জীবন মাঝে চলিছে হাজার
হৃদয় ভাঙার খেলা,
আজ হয়তো ভাঙিল আমার
কালকে তোমার পালা৷

                              — প্রভাত...

Comments

  1. Last stanza was just Awesome... ek maaghe sheet jaay Na...

    ReplyDelete
  2. Fatafati....
    Sotti khub valo lagche... Aagia jao bondhu amar aachi tomar pechone.

    ReplyDelete
  3. Tor kobita e meye der protarona i reflected hoe ki?

    ReplyDelete
    Replies
    1. Sob jaygay noy.. Kichu cheleder niyeo ache..
      Jeta Je rokom r ki..

      Delete

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য