বন্ধু

বন্ধু
*****

হঠাৎ স্মৃতির মনিকোঠায়
ভীড় করে শৈশব,
বিকেল বেলায় বকুল তলায়
কাবাডি খেলার রব৷

সকাল বেলা দলবেঁধে সব
ইস্কুলেতে যাওয়া,
Class er ফাঁকে Tiffin Break এ
Share করে খাওয়া৷

বন্ধু ছিল ভাতৃসম
এক প্রান এক জাতি,
মনেপড়ে আজও সেসব
স্কুল পালানোর স্মৃতি৷

বুদ্ধিমানের কম বন্ধু
বলছে গবেষণা,
বন্ধু নামে কুকর্মে কেউ
দিচ্ছে প্ররোচনা৷

বন্ধুরা আজ বন্দী শত
Whats app , Facebook এ
পরিচিত কিনা যায়না বলা
দাঁড়িয়ে সম্মুখে৷

বন্ধুত্ব আজ ঠুনকো কত
বন্দী মোবাইলে,
আজকে সখা সত্যি একা
চোখ তুলে চাইলে৷

                     — প্রভাত...

Comments


  1. তোমাৃ সাথে আমার শৈশব জীবন কাটেনি ঠিক কথা, কিন্তু তোমার কবিতাখানি পড়ে আমার শৈশবের সব বন্ধুদের কথা মনে পড়ে গেল। সত্যি খুব সুন্দর লাগল।

    ReplyDelete
  2. I wanted such a topic... but friendships aajo hoe, face to face o hoe... but baddo complicated. "Diye jalte hain, phool khilte hai, bade mushkil se magar, duniya mein dost milte hain"

    ReplyDelete
  3. I wanted such a topic... but friendships aajo hoe, face to face o hoe... but baddo complicated. "Diye jalte hain, phool khilte hai, bade mushkil se magar, duniya mein dost milte hain"

    ReplyDelete
  4. Prabhat da nice creation. Ami personally request kor6i tomar ekta book publish koro.

    ReplyDelete
  5. Khub taratari publish hobe ekta.. Janiye debo FB te...

    ReplyDelete
  6. Thank u for your appreciation and support... @Sayan

    ReplyDelete
  7. Darun darun dichhis guru....I feel proud buddy that I m ur frnd....

    ReplyDelete

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য