বিদেশি অনিমেষ

সুদূর সুন্দরী পাহাড়ের কোলে,
অসমের এক গ্রামের ছেলে
আমি অনিমেষ৷

ছোটবেলা থেকেই মন টানতো আমায় আকাশ,
রাতে লক্ষ লক্ষ গ্রহ তারাদের প্রকাশ
আমায় মুগ্ধ করত বেশ৷
আমি পাহাড়ি অসমের অনিমেষ৷

School এর Teacher সেদিন পড়াচ্ছিলেন Geography,
সে যেন এক স্বপ্নের দুনিয়া, Star, Galaxy, Astrography

স্বপ্নের Space Rocket এ চড়ে,
গ্রহ নক্ষত্রে বেড়াই ঘুরে৷
কখনো লাল গ্রহ বা Uranus এ,
Black Hole বা Andromeda স্বপ্নে ভাসে৷

College এ উঠে Subject নিলাম Astrophysics,
Research করার স্বপ্ন আমার দুচোখ জুড়ে৷
এক Sir বললেন লাগবেনা টাকা পড়তে আসিস,
এ স্বপ্ন Grenade ফাটায় গরীব বাবার অন্তঃপুরে৷

আজ প্রথম হয়েছি College এ তাই
ডাক পড়েছে America,
যাচ্ছি যেথায় দূরবীনেতেও
আমার ভারত যায়না দেখা৷

আজ লক্ষ টাকার Scholarship আমার,
Research করার সুযোগ পেলাম শেষে৷
অন্য কথা নেইকো সময় ভাবার,
গরীব পিতাও ভালোই আছেন দেশে৷

কিভাবে আমায় দূরে ঠেলে দিলে দেশ ?
পারতে তুমিও রাখতে আমায় কাছে৷
নাম পেয়েছি বিদেশি অনিমেষ,
আজ বাবাও চোখের জল লুকিয়ে হাসে৷


                                          — প্রভাত...

Comments

  1. Very touchy.. the poem started on light note as a story .. ended with a sharp message

    ReplyDelete

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত