জ্বলবে সমাজ

জ্বলবে সমাজ
***************
হে সূর্যসেন, হে নেতাজী
আবার আসুন দেশে,
দেশবাসীকে দেখতে আসুন
নতুন কোন বেশে৷

শিক্ষা, ধর্ম ও কৃষিক্ষেত্রে
অবাধ চলে রাজনীতি,
জনগনকে লুঠছে নেতা
কন্ঠে যাদের দেশগীতি৷

মুখের ভাষণে দেশভক্তি,
আঁধারে করিছে কুকীর্তি৷
চুপিসারে কভু আসিয়া দেখুন,
ধর্মের নামে জ্বলছে আগুন৷

বিদ্যাসাগর, বিবেকানন্দ
আবার যেদিন ফিরবে,
আমার লেখার কলম ধরে
জ্বলবে সমাজ জ্বলবে৷

ধর্ষন,খুন, Molestation
বিঁধছে হৃদয়ে হুল,
নেশাসক্ত চেতনাহীন
এ যুবসমাজের ভুল৷

মানব জাতির অচেতনতার
শেকল আবার খুলবে,
আমার লেখার কলম ধরে
জ্বলবে সমাজ জ্বলবে৷

ধনির হৃদয় ধন পিপাসু,
খাদ্যাভাবে মরছে শিশু৷
নেই দেশভক্তি ভালোবাসা,
সকলই নেতা হবার আশা,
প্রতিশ্রুতির আশায় শেষে
আত্মহত্যা করছে চাষা৷

অপকৃষ্ট, অসৎ মানব
এক সারিতেই পুড়বে,
আমার লেখার কলম ধরে
জ্বলবে সমাজ জ্বলবে৷
                             — প্রভাত...

Comments

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য