স্বপ্ন

স্বপ্ন
*****
বাল্যকালের স্বপ্ন আমার
বেড়ে ওঠার তাড়া,
দিগন্তহীন স্বপ্নগুলি
কেমন ছন্নছাড়া৷

স্বপ্নগুলি ছোট্ট তবু
রঙীন চাদর মোড়া,
রোদ দুপুরে খেলার সাথী
নতুন চটিজোড়া৷

বছর দিনে গড়িয়ে এল
আমার কিশোর কাল,
নিত্যনতুন স্বপ্নে রঙীন
ভাবনার আকাল৷

School - College এর দিনগুলিতে
অগ্রগতির আশা,
ভবিষ্যতের স্বপ্ন দেখায়
নতুন ভালোবাসা৷

জীবন জুড়ে কত শত
স্বপ্ন ভাঙে হায়,
আবার নতুন স্বপ্ন সাজাই
কি বা আসে যায়৷

যৌবনের সব স্বপ্নগুলি
তোমায় নিয়ে ঘেরা,
একটি গোলাপ সঙ্গে নিয়ে
Office পথে ফেরা৷

দিন বদলে স্বপ্ন ভাঙে
সময় রথের চাকায়,
জীবন মাঝে ভালোবাসা
আবার স্বপ্ন দেখায়৷

                     — প্রভাত...

Comments


  1. ভাবতেই পারা যায়না, জীবন টাকে এত সহজ সরল করে কীভাবে লেখ? খুব খুব খুব ভালো লেগেছে।

    ReplyDelete

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত