তোমার অন্বেষণে

তোমার অন্বেষণে
****************

খুঁজে ফিরি তোমায় বারেবারে,
গহন গভীর অন্ধকারে,
ব্যাকুল আজও হৃদয় মম,
তোমার খোঁজে এ সংসারে৷

হৃদয়ের Canvas এ আঁকা,
চাক্ষুষ হয়নিকো দেখা,
গভীর রাতে চাদর তলে
তোমায় স্বপ্নে ভাবি একা একা৷

সেই ঠোঁট যেন লাস্যময়ী Angelina,
চুম্বনের কম্পন দেহে বাজায় বীণা,
গভীর স্বপ্নে তোমার সাজাই বাসর
দিবালোকে কেন তবু থাকো অচেনা ?

বরুফে সিকিম হতে লবনাক্ত আন্দামানে,
আঠাশে হৃদয় আজো তোমার অন্বেষণে,
এসো হে ললনা আজ পূর্ণ করো মোরে
জুড়ায়ে দাও প্রাণ দেহের সুগন্ধি আঘ্রাণে৷

                                    — প্রভাত...

Comments

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য